শার্শা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগের সংবাদ

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পদ্মাসেতু রেল সংযোগ নির্ধারিত সময়ের আগে সম্পন্ন হবে

পরের সংবাদ

শৈলকূপায় নিয়মবহির্ভূত ভাবে মোটর সাইকেল চালনায় জরিমানা ৩২০০ টাকা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ , ১০:১১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩ , ১০:১১ অপরাহ্ণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর তিন রাস্তার মোড়ে সড়কে নিয়মবহির্ভূত ভাবে মোটর সাইকেল চলাচলের উপর শুক্রবার বিকাল ৫ টায় এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ২০ টি মামলার অধিনে ৩ হাজার ২শত টাকা মোটর সাইকেল আরোহীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় মোটর সাইকেল আরোহীদের নিয়ম মেনে সতর্কতার সাথে চলাচলের জন্য নানারকম নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) বনি আমিন, উপজেলা প্রশাসনের স্টাফসহ শৈলকুপা থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহি অফিসার শেখ মেহেদী ইসলাম জানান, সড়কে নিয়ম না মেনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সম্প্রতি দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। যে কারণে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নভেম্বর ২৪, ২০২৩ at :২২:০৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়