ভারতে পাচারের শিকার ৪২ নারী, শিশুকে দেশে প্রেরণ

আগের সংবাদ

শার্শার আমলাই গ্রামে দুই সন্তানের জননী খুন

পরের সংবাদ

মনিরামপুরে ‘ঐক্য-বন্ধনে’র উদ্দ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ

টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধনে’র উদ্দ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের ঋষি পাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সংগঠনের টাকায় পরিচালিত ‘ক্রিয়েটিভ স্কুলে’র ভৈরব কেন্দ্রের শিক্ষার্থীদের অভিবাবকসহ আশে পাশের অভিবাবকদের নিয়ে এই উঠান বৈঠক এর আয়োজন করেন সংগঠনের সদস্যরা।

সেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধনে’র প্রতিষ্ঠিতা মাহমুদুল হাসানের সভাপতিত্বে নারীর ক্ষমতায়ন, অধিকার ও সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। এবং কিভাবে ছেলে-মেয়েদেরকে পরিস্কার পরিছন্ন ও একজন স্মার্ট মানুষ হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের সদস্যরা। এছাড়া শতাধিক অভিবাবকদের উৎসাহী করতে কুইজের আয়োজন করে বিজয়ী ৩ জনের মধ্যে পুরস্কার ও বিতারণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য ফিরোজ আল মামুন, রত্ন রাজ রায়, রায়হান হোসেন, জয়ন্ত দাশ, লিমন দাশ প্রমুখ।

নভেম্বর ২৪, ২০২৩ at :১৯:২৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়