বেনাপোলে ৩ শ ৫৫ বোতল ফেন্সিডিলসহ কারবারিকে জাহিদুল আটক

আগের সংবাদ

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুইটি, সম্পাদক হান্নান

পরের সংবাদ

ঝিনাইদহে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ কর্মি নিহত

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ , ৭:১৯ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩ , ৭:১৯ পূর্বাহ্ণ

ঝিনাইদহে সন্ত্রাসীদের গুলিতে শামীম নামে এক আওয়ামী লীগ কর্মি ও সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ দিকে হরিণাকুন্ড উপজেলার শূড়া গ্রামে বাড়ির সামনে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায় ।

নিহত শামীম ঝিনাইদহের হরিনাকুন্ডু শুড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে ।

হরিনাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জামিনুর রেজা জানান, গুলি বুকের বাম পাশে লেগেছে । প্রচুর রক্তক্ষরণ হয়েছে । আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথেই সে মারা যায় ।

হরিণাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর জোয়ারদার জানান, সে আওয়ামীলীগ করতো । তবে কোন পদে আছে কিনা এ মুহূর্তে বলা যাচ্ছে না ।

হরিণাকুন্ড থানা ওসি মুহবুবুর রহমান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুরিশ পাঠানো হয়েছে । তদন্ত শুরু হয়েছে । এখনও এ ঘটনায় কোন আটক নেই । কোন মামলাও হয়নি ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়