সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে আলী ষ্টোর মার্কেটে অবস্থিত চায়না বাংলা বিউটি পার্লারের পরিচালক সাফিয়ার বিরুদ্ধে ব্যাবসায়ী আব্দুল খালেককে মারধোর ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুতা ব্যাবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে চায়না বাংলা বিউটি পার্লার মালিক সাফিয়া কাঞ্চন, স্বামী হুমায়ন ও প্রত্যায়ের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে কারী আব্দুল খালেক বলেন, চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়া কাঞ্চন এর স্বামী হুমায়ূন তার বাড়ীর কাজের মেয়ে নাজমা (২৭) স্বামী অজ্ঞাত এর মধ্যে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিলো। অবৈধ সম্পর্কের জেরে তারা শারীরিক মেলামেশাও করতো। হুমায়ন এর বাড়িতে থাকার সুবাদে পাশেই আমার জুতার দোকানে মেয়েটি কাস্টমার হিসেবে কেনাবেচা, লেনদেন করতো মালিকের পরিচয়ে। বিউটি পার্লার এর মালিকের পরিচয়ে নাজমা আমার কাছ থেকে বাকি লেনদেনও করে। হুমায়ুনের কাজের মেয়ের কাছে জুতা বিক্রয় বাবদ ৩ শত ৫০ টাকা এখনো পাবো। কাজের মেয়ে আমার পাওনা টাকা না দেওয়ায় আমি একদিন চায়না বাংলা বিউটি পার্লার এর মালিক হুমায়ন ও তার স্ত্রী কাঞ্চন এর কাছে কাজের মেয়ের খোজ খবর নেয়ায় তাদের সাথে আমার মতবিরোধ হয়। পরে কাজের মেয়ের মোবাইল নং সংগ্রহ করে তার সাথে কথা বলে জানতে পারি, তাদের অবৈধ সম্পর্ক হুমায়ন এর স্ত্রী কাঞ্চন জানতে পেরে তাকে (কাজের মেয়েকে) বাসা থেকে বের করে দিয়েছে। এসব বিষয় কে কেন্দ্র করে কোন কারণ ছাড়াই সাফিয়া কাঞ্চন ও তার স্বামী হুমায়ন এর সাথে আমার শত্রুতা তৈরী হয়। যার ফলে গত ১৫ই নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ৬ টার সময় হুমায়ন সাফিয়া ও তার ভাইয়েরা আমার দোকানে অবৈধ অনুপ্রবেশ করে আমাকে এলোপাতাড়ী তাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। আমার জুতার দোকান ভাংচুর করে ক্ষতিসাধন করে। তাই আমি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।