যশোরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আগের সংবাদ

কলারোয়ার চায়না বাংলা বিউটি পার্লারের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ!

পরের সংবাদ

যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ , ১০:৩৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২৩ , ১০:৩৬ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেছেন, ষড়যন্ত্রকারীরা কোন ভোট কেন্দ্রে ভোটারদের মাঝে ভীত সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। আর ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা চলাচলের অনুপযোগী থাকলে সেটা এলজিইডির মাধ্যমে সংস্কার করা হবে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করার কোন সুযোগ দেয়া যাবে না। যাতে করে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয় এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সদর উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা ও ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেশ কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার আশিকুজ্জামান, সমবায় অফিসার রনজিৎ কুমার দাশ, এলজিইডি সদরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, কৃষি অফিসার হাসান আলী, যশোর পৌরসভার প্যানেল মেয়র রোকয়া পারভীন ডলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার আবু মাউদ, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়