৩ ডিসেম্বর আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে

আগের সংবাদ

যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী

পরের সংবাদ

যশোরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ , ১০:৩২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২৩ , ১০:৩২ অপরাহ্ণ

যশোরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আরবপুরের এনজিও ফোরাম কনফারেন্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অব রির্টানি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান। বক্তব্য রাখেন যশোর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর নাছিমা আক্তার জলি।

প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনা করেন। তিনি বলেন, করোনাকালীন সময়ে বেকার হয়ে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েতসহ বিদেশ থেকে বেকার হয়ে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে যশোরের ৮ উপজেলায় কাজ করছে কেএমএসএস। এরই ধারাবাহিকতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।

উপস্থিত ছিলেন এডাব যশোরের সমন্বয়কারী শাহাজাহান নান্নু, দৈনিক কল্যাণের যুগ্ম বার্তা সম্পাদক তবিবর রহমান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, এনজিও ফোরাম যশোরের ম্যানেজার মনিরুজ্জামান, খুলনার মুক্তি সেবা সংস্থার প্রজেক্ট অফিসার উৎপল রায়, ভলেন্টিয়ার অঞ্জনা পাল ও সাদিয়া আফরিন নাতাশা।

নভেম্বর ২৩, ২০২৩ at :২২:২৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়