প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকার সৌখিন পরিবহনের একটি বাসের চাপায় হেকমত আলী আকন্দ (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত হেকমত আলী ভান্ডাব এলাকার মৃত আফাজ উদ্দীন আকন্দের ছেলে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আতাউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ঢাকার দিক থেকে আসা বাসটি ময়মনসিংহ যাওয়ার পথে বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
পরে ঘাতক বাসটিকে উপজেলার নিশিন্দা এলাকা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
নভেম্বর ২৩, ২০২৩ at :১৮:৪৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।