নড়াইলে বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

ঝিকরগাছায় শীতের আগমনী বার্তায় লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

পরের সংবাদ

কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩ , ১০:২৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২২, ২০২৩ , ১০:২৪ অপরাহ্ণ

কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফেইন ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক য্যকোব টিটু পিনারুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি প্রনতি কস্তা।

এসময় বক্তারা শিশু শ্রম বন্ধ, শিশুদের সুরক্ষা, বাল্য বিবাহ বন্ধে কিশোরীদের সমন্বয়ে শক্তিশালী নেটওয়ার্কিং মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ ও শিশু কিশোরীদের উন্নয়নে সকলকে অবদান রাখার আহবান জানান।

এ সময় গুচ্ছ পর্যায়ের সংগঠন, শিশু সুরক্ষা কমিটি, শিশু কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, সরকারী অফিসার ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নভেম্বর ২২, ২০২৩ at :২২:২১(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়