চৌগাছায় আমন ধানের প্রদর্শনী উপলক্ষে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।

আগের সংবাদ

নড়াইলে বিভিন্ন দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩ , ৯:৫৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২২, ২০২৩ , ৯:৫৯ অপরাহ্ণ

কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে শার্শার এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিক সাবুর আলী (৩৫) শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে ও আহত ওবাইদুর পাশ্ববর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শার্শার কায়বা এলাকা থেকে ইটভাঙতে ইটভাঙ্গার মেশিন নিয়ে কলারোয়া উকাপুর গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে খাদ্যগুদামের সামনে পৌছালে সাইড সড়ক থেকে একটি শিশু সাইকেল চালিয়ে সড়কে উঠলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় ইটভাঙা মেশিনে চাপা পড়ে ঘটনাস্থলে সাবুর আলী মারা যায়। অপরদিকে আহত ওবাইদুরকে স্থানীরা উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নভেম্বর ২২, ২০২৩ at :২১:২৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়