দেশের জাতীয় ফুল বিলুপ্তির পথে 

আগের সংবাদ

চৌগাছায় আমন ধানের প্রদর্শনী উপলক্ষে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।

পরের সংবাদ

কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৯-১৪ ডিসেম্বর উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২২, ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে ২২ নভেম্বর বেলা  ১১  টায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর ২০২৩ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে মা ও শিশুরা যাতে ভালো থাকে সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। গর্ভবতী মায়েদের নীতিমালা অনুযায়ী ভাতা প্রদান করা হচ্ছে ।মা ও শিশুকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে, আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত শাকসবজি জন্মায় সেগুলিতে অনেক পুষ্টি রয়েছে। তিনি আরো বলেন, নিরাপদ মাতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে আমাদের শিশুকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
তিনি বাল্যবিবাহ বন্ধ করতে শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয় বাল্যবিবাহ বন্ধে সকলকে সচেতনতা সৃষ্টির জন্য এগিয়ে আসার কথা বলেন। কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডাক্তার প্রবীর  মুখার্জির সভাপতিত্বে ও ও মথুরেশপুর  ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী শাহ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল কবির, উপজেলা শিক্ষা অফিসার আশিস কুমার নন্দী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না  চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপসহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম, এম পি এইচ উপজেলা পিএ কোঅর্ডিনেটর জিয়াউল আহসান  রতনপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী শামসুন্নাহার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মিজানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী নাসির উদ্দিন প্রমূখ।
কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নলতা, ধলবাড়িয়া, রতনপুর ও চম্পাফুল ইউনিয়নে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ক্যাম্প সহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নভেম্বর ২২, ২০২৩ at :১৯:৪৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়