যশোরের কেশবপুর উপজেলায় জমজ শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত জমজ শিশুর মাকে আটক করেছে।
জানা গেছে, কেশবপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুনের গত ১০ নভেম্বর রাতে হাসপাতাল সড়কে মাতৃমঙ্গল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম হয়।
২২ নভেম্বর (বুধবার) ভোরে বাড়ির পাশের ডোবা থেকে ১২ দিন বয়সের ঐ দুটি বাচ্চার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগ নিহত জমজ শিশুর মা সুলতানা খাতুনকে আটক করেছে।
পারিবারিক অশান্তিতে সে শিশুদের হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
কেশবপুরে নবজাতক জমজ শিশু হত্যার ঘটনায় প্রেস ব্রিফিং এ যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমজ শিশু হত্যার কথা মা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত শিশুদের পিতা আবু বক্কর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।