নড়াইল-১ (কালিয়া-সদর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রার্থী হতে চান নড়াইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী চৈতী রানী বিশ্বাস। এ লক্ষ্যে গত সোমবার ২০ নভেম্বর গুলিস্তানস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন তিনি। চৈতী রানী বিশ্বাস শিক্ষাজীবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর তিনি যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ লাভ করেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ ছাড়াও তিনি নড়াইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং কালিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। একইসাথে তিনি ঢাকার রমনার শ্রী শ্রী কালি মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, শিক্ষাজীবনে চৈতী রানী বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ক্যাম্পাস পর্যায়েই তিনি ছাত্রলীগের নেতৃত্বে আসেন। এরপর ছাত্ররাজনীতি শেষ করে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। চৈতী রানী বিশ্বাসের বাবা-মাসহ পরিবারের অনেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত।
নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে চৈতী রানী বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকার প্রার্থী হতে আমি আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেছি। আশাকরি আওয়ামীলীগের সর্বোচ্চ অভিভাবক পরম মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা নড়াইল-১ আসনে আমার হাতেই নৌকার বৈঠা তুলে দিবেন। মনোনয়ন পেলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সংসদ সদস্য হয়ে আমি আমার নির্বাচনী আসনে বর্তমান সরকারের বাকি উন্নয়নকাজ সম্পূর্ণ করে এ অঞ্চলকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।