‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ সুযোগ পেলে যশোরে চমক দেখাবেন দিপু

আগের সংবাদ

বিতর্কের মুখে অনন্যা পাণ্ডে

পরের সংবাদ

নৌকা প্রতীকের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাবিল আহমেদ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ১১:০৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২১, ২০২৩ , ৮:০৩ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে যশোর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) ও দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ। সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে কাজী নাবিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ নেতৃবৃন্দ।

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। তাই ৩০ নভেম্বরের আগেই দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

এর আগে, কাজী নাবিল আহমেদ ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নভেম্বর ২১, ২০২৩ at :২২:৪৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়