বিএনপি ও বিএনপি সমমনা বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে হরতালের সমর্থন করেন তাঁরা। কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি অঞ্চলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় মিছিলটি কোটবাড়ি ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে প্রায় ২০ জনের মতো অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।
মিছিল শেষে ছাত্রদলের সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ বলেন, নির্বাচন কমিশন হাবীবুল আউয়াল যে তফসিল দিয়েছে তা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই তফসিল মানি না। অতিদ্রুত এই অবৈধ তফসিল বাতিল করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেখানে সকল দল অংশগ্রহণ করে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
এসময় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত স্থায়ী মুক্তির দাবি জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।