পাইকগাছায় শালিকা অপহরণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তারসহ ভিকটিমের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বশুর নিরাপদ মন্ডল বাদী হয়ে জামাই অনিমেশ বাছাড়সহ দু’জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন। এ নিয়ে এলাকায় যথেষ্ট কৌতুহলের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, ৩ বছর পুর্বে গদাইপুরের মঠবাটির রনজিৎ বাছাড়ের ছেলে অনিমেশ এর সাথে উপজেলার হাউলির নিরাপদ মন্ডলের বড় মেয়ে ছন্দার সাথে বিবাহ হয়। নিরাপদ মন্ডলের অভিযোগ বিয়ের ২ বছর পর জামাই অনিমেশ ৮ম শ্রেনীতে পড়ুয়া আমার মেঝ মেয়ে’কে নানা প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিত।
এর সুত্র ধরে গত ২ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে অনিমেশ কপিলমুনি বাজার থেকে মেয়ে’কে অপহরণ করে নিয়ে যায়। এ কাজে সহযোগিতা করেন দেলুটি’র জিরবুনিয়া খোকন মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল। এ ঘটনায় নিরাপদ মন্ডল বাদী হয়ে জামাই অনিমেশ ও তার সহযোগী দেবব্রত মন্ডলের বিরুদ্ধে থানায় ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০২০) ধারায় মামলা করেন, যার নং-১২।
এদিকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে থানার এসআই অমিত কুমার দেবনাথ ১৮ নভেম্বর রাত ৩ টার দিকে আরিচা ঘাটস্থ ফেরী থেকে ভিকটিমকে উদ্ধার করে অনিমেশকে গ্রেপ্তার করেন।এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার আদালতের মাধ্যমে অপহরণ মামলা’র আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।