যশোরের শার্শা আসনে কে পাচ্ছেন নৌকার টিকিট?

আগের সংবাদ

যশোরে আইডিয়ার পিঠা পার্বণে গাছি সম্মননা

পরের সংবাদ

যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ

যশোরে নভেম্বর মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোবিবার সকাল ১১টায় যশোর কালেক্টারেট সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীনের পরিচালনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরে সবজি উৎপাদন হয়ে, দেশের বিভিন্ন স্থানে যায় তারপরও যশোর সবজির দাম বেশি হওয়ায় বাজার মনিটারিং কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া জেলায় মোট ৯টি মডেল মসজিদ হওয়ার কথা থাকলেও জেলায় মাত্র একটি মডেল মসজিদের কাজ সম্পূর্ণ হওয়া ও বাকিগুলোর কাজ এখনও শুরু না হওয়ায় জেলা প্রশাসক হতাশা প্রকাশ করেন করে তিনি বলেন, জেলায় উপজেলাগুলোতে মডেল মসজিদের কাজ চার বছর ধরে এখনও কেন শুরু হয়নি ও এ ব্যর্থতা কার তিনি নিজে দেখবেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলার আট উপজেলায় ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করা হয়েছে এবং চলতি সপ্তাহে এ কাজের টেন্ডার দেওয়া হবে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন আর রশীদ বলেন, ডেঙ্গুর বিষয়ে ভালো কোনো খবর নেই। আজও হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি আছে। এটা নিয়ন্ত্রণের জন্য সকলের সহযোগিতা চান। এছাড়াও শহরের এখন ডেঙ্গু আক্রান্ত কম হলেও গ্রামে বৃদ্ধি পেয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ প্রমুখ।

নভেম্বর ১৯, ২০২৩ at :২২:৩৪(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়