ভালুকায় বিদেশি মদসহ তিনজন আটক

আগের সংবাদ

পাগলীটা মা' হবে, বাবা হবে না কেউ!

পরের সংবাদ

চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ আইনে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক চার মাদকসেবী ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো পাড়ায় এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

আদালত মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ উপধারায় শহরের নিরিবিলি পাড়ার হাসানুর জামানকে ২৫ দিনের কারাদন্ড ও ৩শত টাকা জরিমানা এবং উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ফয়সাল হোসেন, পৌর সদরের সরদারপাড়া রিপন সরদার ও লিটন সরদারকে ১৫দিন করে কারাদন্ড এবং প্রত্যেকের ১শ টাকা করে জরিমানা করেন। এসময় অর্থদন্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। মামলাগুলিতে প্রসিকিউটার ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ ও সাইদুর রহমান।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

নভেম্বর ১৯, ২০২৩ at :১৭:৪৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়