দলীয় ফরম সংগ্রহ করলেন আ. লীগ নেতা আলমগীর হাসান রাজীব

আগের সংবাদ

চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ আইনে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

পরের সংবাদ

ভালুকায় বিদেশি মদসহ তিনজন আটক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় পঞ্চাশ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর রাতে অভিযান চালিয়ে উপজেলার মেহেরাবাড়ীর জিঞ্জিরা মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, একটি নম্বরবিহীন পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই করিম, এসআই তপু চক্রবর্তী অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকাপসহ পঞ্চাশ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, নালীতাবাড়ী এলাকার আমির হোসেনের ছেলে রাসেল, শ্রীবরদী উপজেলার শরিফুল ইসলামের ছেলে আপেল মাহমুদ ও গাড়ীর ড্রাইভার একই উপজেলার আইয়ুব আলীর ছেলে আজমু। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অপর দিকে অপহরণের ৭২ ঘন্টার মধ্যে ফারিয়া আক্তার (৭) কে উদ্ধার করে, আসামি আসাদ মিয়া কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়