ঝিনাইদহে কলাক্ষেত থেকে দিনমজুরের লাশ উদ্ধার

আগের সংবাদ

নবীগঞ্জে উপজেলা বিএনপি মশাল মিছিল অনুষ্ঠিত

পরের সংবাদ

যবিপ্রবির পিটিআর বিভাগ কর্তৃক বয়স্কদের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:০৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:০৭ অপরাহ্ণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কর্তৃক যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত রোটারি হেলথ সেন্টারের বৃদ্ধাশ্রমের বয়স্কদের  ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিগত ১৪ দিন যাবত প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পিটিআর বিভাগের শিক্ষার্থীরা। ক্লিনিক্যাল প্লেসমেন্ট ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এই চিকিৎসা সেবা প্রদান করেন বলে জানান বিভাগটির সংশ্লিষ্টরা।
শনিবার ১৮ ই নভেম্বর, ২০২৩ রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর ও রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর প্রগতি কর্তৃক  আয়োজিত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদানকারী শিক্ষার্থীদের মাঝে ‘ফিজিও কেয়ার’ শীর্ষক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিআর বিভাগের শিক্ষক ডা.কাজী এমরান হোসেন (পিটি),রোটারি ক্লাব অব যশোরের সভাপতি মেহেদী হাসান,রোটারি হেলথ সেন্টারের পরিচালক ও অতীত সভাপতি শাহী আলম সোহেল, রোটারি ওল্ড হোম আহবায়ক ও অতীত সভাপতি এ জেড এম সালেক,রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির সভাপতি রায়হান উদ্দিন,রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির সচিব ইয়াসির আরাফাত,রোটারিয়ান আমিনুর রহমান,রোটার‍্যাক্ট ক্লাব অব যশোরের সভাপতি এস এম রেজাউজ্জামান সোহান,তানিম রেজা,আবু হুরায়রা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দিকনির্দেশনা  ও ধন্যবাদ জ্ঞাপনমূলক বিভিন্ন বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর ও রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সেবা পরিচালনার  জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

নভেম্বর ১৯, ২০২৩ at :১৮:৫৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়