যশোরের চৌগাছা থেকে চুরি যাওয়া একটি ডিসকভার-১৩৫ মোটরসাইকেলসহ বেওয়ারিশ অন্য একটি হোন্ডা লিভো মডেলের মোটরসাইকেল রাজবাড়ী জেলার কালুখালি উপজেলা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্য ফারুক হোসেন (৩৮) ও বায়েজিদ হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ফারুক রাজবাড়ী জেলার কালুখালির মশুরিয়া এবং বায়েজিদ চৌগাছার মুক্তদহ গ্রামের বাসিন্দা।
শনিবার ভোররাতে মোটরসাইকেল দুটি উদ্ধার ও ফারুককে গ্রেপ্তার করে চৌগাছা থানা পুলিশের একটি দল। শনিবার দুপুর ২টার দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানিম ইসলাম বলেন, ১৪ নভেম্বর চৌগাছা শহরের কাপুড়িয়া পট্টির ঝলক বস্ত্র বিতানের সামনে মোটরসাইকেল রেখে ২য় তলায় উঠেন ডিসকোভার-১৩৫ মডেলের বাইকটির মালিক। কিছুক্ষণ পরে নিচে নেমে দেখেন তার বাইকটি সেখানে নেই। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ও সহায়তায় সেখানে থাকা চৌগাছার পাতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামের বায়েজিদকে সন্দেহভাজন হিসেবে আটক করে চৌগাছা থানায় সোপর্দ ও লিখিত অভিযোগ দেন।
অভিযোগ তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে বায়েজিদ স্বীকারোক্তি দেয় মোটরসাইকেলটি চুরি করে রাজবাড়ী জেলার কালুখালি থানার মশুরিয়া গ্রামের ফারুক হোসেনের কাছে বিক্রি করে দিয়েছে। শনিবার ভোররাতে চৌগাছা থানার এসআই তানিম ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে ডিসকোভার মটোরসাইকেলটিসহ ফারুককে গ্রেপ্তার করে এসময় সেখানে বেওয়ারিশ হিসেবে খুলনা মেট্রো-হ-১২-৮৯৩২ নম্বর রেজিষ্ট্রেশনের হোন্ডা লিভো মডেলের আরেকটি মটোরসাইকেলও উদ্ধার করা হয়। দুটি মোটরসাইকেল বর্তমানে চৌগাছা থানায় রয়েছে।
মামলার তদন্তকারী ও আভিযানিক দলের প্রধান চৌগাছা থানার এসআই তানিম ইসলাম বলেন, বেওয়ারিশ মোটরসাইকলটি তারা কোথা থেকে চুরি করেছে এবিষয়ে কোন তথ্য এখনও চোরেরা দেয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এঘটনায় মামলা হয়েছে। চোরদের গ্রেপ্তার দেখানো হয়েছে। হোন্ডা লিভো মডেলের বাইকটি যার বা যাদের উপযুক্ত প্রমাণসহ তার বা তাদের চৌগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। তিনি আরও বলেন, এসব অপরাধীদের কোন ছাড় নেই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চুরি, ছিনতাইকারী, মাদককারবারীসহ সামাজিক এসব অপরাধীদের বিরুদ্ধে চৌগাছা থানা পুলিশ জিরো টলারেন্সে আছে ও থাকবে বলেও জানান ওসি ইকবাল বাহার চৌধুরী।
এদিকে মাত্র তিনদিনের মাথায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করায় চৌগাছা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরীসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন চৌগাছা বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন দীর্ঘদিন ধরে চোর চক্র চৌগাছা বাজারসহ বিভিন্ন স্থান থেকে এভাবে মোটরসাইকেলসহ বিভিন্ন চুরি সংগঠিত করে আসছে। এবার মাত্র তিন দিনে মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তারে চুরি কিছুটা হলেও কমে যাবে। পুলিশ এভাবে সক্রিয় থাকলে চোর চক্রের মূলউৎপাটন সম্ভব হবে বলেও তারা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।