দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর-এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব খসরু চৌধুরী ( সিআইপি) দলটির মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে জানাযায়।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি।
এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় খসরু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে আমার এই ক্ষুদ্র প্রয়াস । ঢাকা-১৮ আসনকে আধুনিক আসন হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রলীগ রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে ঢাকা-১৮ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করব । বি.এন.পি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের জান-মালের নিরাপত্তা দিতে হরতাল অবরোধের সময় রাজপথে অবস্থান করছি। আমার বিশ্বাস দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন।
খসরু চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন বর্তমানে দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য দেশের সাধারণ মানুষের সমর্থন আশা করেছেন। তিনি ঢাকা ১৮ আসন বাসীর উদ্দেশ্যে বলেন আপনাদের সুখে দুঃখে অতীতেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও থাকতে চাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।