কুবিবি বিএনসিসি প্লাটুনের দশম সিইউও সামিন বখশ সাদী

আগের সংবাদ

ভিয়েতনামে ভভিনাম বিশ্বকাপে খেলতে যাচ্ছে চৌগাছার শুভ

পরের সংবাদ

সংবাদ সম্মেলনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা

শৈলকুপায় ইঞ্জি. পান্না আ. লীগের মনোনয়ন প্রত্যাশী

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩ , ১০:০৪ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার পারভেজ জামান পান্না শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত বর্ষিয়ান নেতা অধ্যক্ষ কামরুজ্জামানের ছেলে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শৈলকুপা আওয়ামীলীগের বিবাদমান গ্রুপদ্বন্দ্বের অবসান ঘটাতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। চলমান দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ এবং নির্বাচনী এলাকায় পথসভার মাধ্যমে নিজেকে প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলনে ঘোষণা করেন। সম্প্রতি আবাইপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা রিপনহত্যাসহ বর্তমান শাসনামলের শতাধিক হত্যাকান্ডের ধিক্কার জানিয়ে বলেন, হামলা মামলা সংঘর্ষ লুটপাটে বহু নেতাকর্মী আজ বিপর্যস্ত। বিশৃঙ্খলপূর্ণ কর্মকান্ডে নেতাদের নেপথ্য মদদ থেকে বেরিয়ে আসার প্রতি অনুরোধ জানান। তিনি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে আধুনিক শৈলকুপা বিনির্মাণ, খুন হত্যা বন্ধসহ শান্তির শৈলকুপা গড়তে প্রত্যয় ব্যক্ত করেন। আমৃত্যু আওয়ামীলীগের রাজনীতির সাথে থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা, অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে শক্তিশালীয় সংগঠন গড়ে তোলাসহ দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে থাকার অঙ্গিকার করেন। ঘরোয়া পরিবেশে সংবাদ সম্মেলনে তিনি শৈলকুপাবাসীকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং স্বচ্ছ জবাবদীহিমূলক রাজনীতির চারণভূমি হিসেবে শৈলকুপাকে ভিন্ন আঙ্গিকে সাজাতে চান বলে জানান।

শৈলকুপার বর্তমান আওয়ামী নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সবাই আমার বাবা অধ্যক্ষ কামরুজ্জামানের রাজনৈতিক শিষ্য আমি সকল নেতাদের বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আবারও আপনাদের রাজনৈতিক গুরু অধ্যক্ষ কামরুজ্জামানের সময় শৈলকুপার রাজনীতি যেমন ছিল সেই অবস্থায় আবার ফিরিয়ে আনুন’।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামীলীগ বড় দল একাধিক প্রার্থী থাকতেই পারে তবে পরিচ্ছন্ন দূর্নীতিমুক্ত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দল তাকেই নৌকা প্রতীক দেবেন বলে বিশ্বাস করেন।

নভেম্বর ১৭, ২০২৩ at :২০:৪৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়