আশাশুনির মানিকখালী চর জামে মসজিদের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান

আগের সংবাদ

কালিগঞ্জের খরিপ-২ মৌসুমে ব্রি-ধান শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস

পরের সংবাদ

শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ

শার্শায় ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, শার্শার বহিলাপোতা গ্রামে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো ১২টি বান্ডিলে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার অনুমান মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

নভেম্বর ১৭, ২০২৩ at :১৬:২০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়