নেতা নই সেবক হতে চান আ. লীগ নেতা আইজীবী আহসানুল হক আহসান

আগের সংবাদ

নির্বাচনের আগেই নির্বাচনী পরীক্ষা, ব্যস্ত মাগুরার শিক্ষা প্রতিষ্ঠান গুলো

পরের সংবাদ

অভয়নগরে ছয় বিএনপি নেতার আ.লীগে যোগদান

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩ , ৪:০২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩ , ৪:০২ অপরাহ্ণ

অভয়নগর উপজলার বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি’র ছয় নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা ইউনিয়ন বিএনপি থেকে অব্যহতি নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বাঘুটিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ওসমান গণি বলেন, শরিরীক অসুস্থ্যতার কারন দেখিয়ে ছয়জন বিএনপি নেতা দল থেকে অব্যহতি নিয়ে গত ৯ নভেম্বর আওয়ামী লীগে যোগদান করেছেন।

সদ্য যোগদানকারি ওইসব বিএনপি নেতারা হলেন, পাইকপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপিরর শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ভাটপড়া ওয়ার্ড বিএনপির সদস্য নাজমুল শেখ, ওই একই ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক হুসাইন শেখ, ওয়ার্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম, জাকির হোসেন ও আব্বাস শেখ।

পদত্যাগ করা বিএনপির কয়েকজন বলেন, আমরা নানা সমস্যার কারনে বিএনপি থেকে পদত্যাগ করেছি। এখন আমরা চিন্তা মুক্ত আছি।

নভেম্বর ১৭, ২০২৩ at :১৫:৫৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়