কালীগঞ্জে ভাতাভোগীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অনুষ্ঠান
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে ঝিনাইদহের কালীগঞ্জে প্রত্যক্ষ উপকারভোগীকে ভাতা প্রদানের জন্য সহস্রাধিক ভাতাভোগী প্রধানমন্ত্রী শেখহাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানওহিদুজ্জামান ওদুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম রসূল প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে মানুষ বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছেন, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ সরকারের অবদান কখনো ভুলবার নয়। বিগত কোনো সরকার আমলে এতো ভাতা ছিল না। মুক্তিযোদ্ধারাও প্রাপ্য সম্মান পেত না। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদোর ২০ হাজার টাকা ভাতাসহ বীর নিবাস আবাসন প্রকল্পের জন্যও প্রধানমন্ত্রীকে এ দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারাও কৃতজ্ঞ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দুরপুর-দুর্গাপুর ইউনিয়নে আজ সহস্রাধিক ভাতা ভোগী নারী পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে একত্রিত হয়েছেন। প্রান্তিক গরিব মানুষের কথা প্রধানমন্ত্রী সবসময় ভাবেন।
শেখ হাসিনার আগেও অনেকে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন কিন্তু তারা কেউই মানুষের জন্য কাজ করেননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। এ দেশে অনেকে ক্ষমতায় এসেছেন কিন্তু শেখ হাসিনার মতো কেউ গরিবের কথা ভাবেননি। এ সরকারই মানুষের জন্য কাজ করছেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষের জানমালের ক্ষতি ছাড়া কিছুই করেনি। তারা এখনো জানমালের ক্ষতি করছে। শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তিনি গরিব জনগোষ্ঠীর জন্য কিছু না কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক মানুষের জন্য তিনি
কমিউনিটি ক্লনিক চালু করেছিলেন যা ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দেয়।
আবারও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আনা যায় তাহলে এই সরকারের অনেক উন্নয়ন কর্মকান্ড বিএনপি-জামায়াত বন্ধ করে দেবে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।