যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর বিকাশ চন্দ্র রায়। আজ বুধবার সকালে উপাধাক্ষ্য আমিনুর রহমানের নেতৃত্বে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
এ সময় যশোর শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক সিরাজুল ইসলাম, সরকারি সিটি কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হালিম, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর বিকাশ চন্দ্র রায় যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে অধ্যক্ষ পদে পদায়ন পেয়ে আজ বুধবার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে যোগদান করেন।
তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম বানীকান্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএঅনার্স ও মাস্টার্স (বাংলা) সম্পন্ন করেন।
উল্লেখ্য, খাজুরা শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ বেসরকারি থাকা অবস্থায় সর্বশেষ অধ্যক্ষ হিসেবে আব্দুর রাজ্জাক ২০২
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।