দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

আগের সংবাদ

ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণ দরকার

পরের সংবাদ

কেশবপুরে কাউন্সিলর বাবুর অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ , ১:৩৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৬, ২০২৩ , ১:৩৭ অপরাহ্ণ

কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে কাউন্সিলর পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে উদ্যোগে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কাউন্সিলর আফজাল হোসেন বাবুর অপসরণের দাবি জানিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, ফারুক হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে একজন চাঁদাবাজ ও অবৈধ দখলদার হিসেবে আখ্যা দিয়ে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করার দাবি জানান। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কাউন্সিলর পদ থেকে অপসারণ করার জন্য স্মারকলিপি প্রদান করবেন বলে উল্লেখ করেন।

নভেম্বর ১৬, ২০২৩ at :১৩:২৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়