চৌগাছায় এক যুবক ছুরিকাহত

আগের সংবাদ

কেশবপুরে কাউন্সিলর বাবুর অপসারণের দাবিতে মানববন্ধন

পরের সংবাদ

যশোর জেলা আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ , ১:০৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৬, ২০২৩ , ১:০৬ অপরাহ্ণ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তফসিল ঘোষণা করার পর আওয়ামী লীগের জেলা, সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। শহরের দড়াটানা মোড় থেকে মিছিলটি বের হয়। তারপর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে মিছিলে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি এ এস এম হুমায়ুন কবির তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিক বাবু, ধর্ম সম্পাদক খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম, সদস্য এহসানুর রহমান লিটু, আনোয়ার হোসেন মোস্তাক, সামির ইসলাম পিয়াস, কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, জেলা মহিলালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজমা, দপ্তর সম্পাদক ফাহীন রুপমা, সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবুল কাশেম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়