চৌগাছায় গত মঙ্গলবার রাতে এক যুবককে ছুরিকাহত করেছে সন্ত্রাসীরা। আহত সোহান পাতিবিলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে। আহত সোহান যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পাতিবিলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে সোহান বালির ট্রাকে লেবারের কাজ করে। মঙ্গলবার রাতে সে পার্শ্ববর্তী নিয়ামতপুর গ্রামের ওয়াজ মাহফিল যায়। সেখান থেকে রাত ১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বেলতলা নামকস্থানে পৌঁছালে একই গ্রামের কালো বাবুর ছেলে পিয়াসসহ কয়েকজন তার গতিরোধ করে। সোহান কোন কিছু বুঝে ওঠার আগেই কিল ঘুষি লাথি মারতে শুরু করে তারা। একপর্যায়ে পিয়াস সোহানের মাজায় ছুরি মারে। সোহানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে উঠতি বয়সের সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রাতেই রক্তাত্ব অবস্থায় তাকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। কিন্তু সোহানের অবস্থা কিছু আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে আহতের এক নিকট আত্মীয় জানিয়েছেন।
থানার সেকেন্ড অফিসার লোকমান হোসেন জানান, ঘটনা জানার পরপরই পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।