“রক্ত দিয়ে গড়ি মানবতার বন্ধন” শ্লোগানে যশোর পৌর পার্কে কেক কাটা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ‘ব্লাড এইড ব্যাংক’ যশোরের আয়োজনে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা করা হয়।
সংগঠন সূত্রে জানাযায়, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সংগঠন প্রতিষ্ঠান পর থেকে নভেম্বর ২০২৩ পর্য়ন্ত সংগঠনের পক্ষ থেকে ৪ হাজার ৬৩১ জনকে রক্তের গ্রুপ নির্ণয়, ১ হাজার ১৮ জনকে ডায়াবেটিস পরীক্ষা ও ১ হাজার ২৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া অসহায়, গরীব, দুঃখী এবং জরুরী মুহূতে ৩ হাজার ৭৭০ ব্যাগ বিনামূল্যে রক্ত প্রদান করেছে।
এসময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্যরা উপস্থিত থেকে শীর্ততদের মাঝে শীত বস্ত্র, পথ শিশুদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কর্মকান্ড তুলে ধরা হয় এবং আগামীতে সংগঠনকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।