মাগুরায় রোগিদের মাঝে ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ

আগের সংবাদ

পাবনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

হাসপাতালের কোয়ার্টারে ঝুলছিল কলেজ ছাত্রীর লাশ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ , ১২:৩৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩ , ১২:৩৩ অপরাহ্ণ

যশোরের মনিরামপুরে ইমা খাতুন (১৭) নামে একাদশ শ্রেণি পড়ুয়া এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মনিরামপুর হাসপাতালের কোয়ার্টার থেকে ইমা’র লাশ উদ্ধার করে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
নিহত ইমা মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তাঁর মা রুপা খাতুন মনিরামপুর হাসপাতালের বাবুর্চি। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের কোয়ার্টারে থাকেন।

মনিরামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে ইমার বাবা আমিরুল ইসলাম দীর্ঘদিন কারাবন্দী। তাঁর মা রুপা দুই বছর আগে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার টুলু নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বর্তমান স্বামীকে নিয়ে রুপা হাসপাতালের কোয়ার্টারে থাকেন।

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, পঞ্চম শ্রেণি পাশ করার পর ইমা যশোর শহরে মামা বাড়িতে বড় হয়। চার থেকে পাঁচ মাস আগে সে মনিরামপুরে এসে কলেজে ভর্তি হয়ে মা ও সৎ বাবার সাথে হাসপাতালের কোয়ার্টারে থাকছিল।

ইনচার্জ আরো বলেন, শুনেছি আগে থেকে মা ও সৎ বাবা ইমাকে নির্যাতন করত। সকালে তাঁরা দুজনে মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। এরপর তাঁরা মেয়েকে রেখে বাইরে যান। বিকেলে তারা কোয়ার্টারে ফিরে ইমাকে ডাকাডাকি করেন।

পরে ঘরে ঢুকে দেখেন ইমা নিজের ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ইমাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আমরা মৃত অবস্থায় পেয়েছি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মায়ের উপর অভিমান করে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়