যশোরের শার্শায় ১৮কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে শার্শা থানার ছোট মান্দারতলা গ্রাম থেকে তাকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, শার্শার ছোট মান্দারতলা এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।