প্রধানমন্ত্রীর জনসভায় দশ হাজার নেতা-কর্মী নিয়ে এস এম ইয়াকুব আলী

আগের সংবাদ

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

মাগুরায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পুনরায় ভর্তির ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ

মাগুরার মহম্মদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে পুনরায় ভর্তি করনের ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০টি বিদ্যালয় এর ৩০ জন ঝরে পড়া ছাত্র-ছাত্রীকে পুনরায় ভর্তি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানস্থলেই শিশুদের নতুন ভর্তি কার্যক্রম শুরু ও তাদেরকে স্কুল ব্যাগ, বই, খাতা, জুতা ও স্কুল ড্রেস বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি রোকনুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। নানা কারণে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পুনরায় ভর্তি ও স্বাভাবিক শিক্ষাজীবনে নিয়ে আসার এমন আয়োজনকে দেশের মধ্যে প্রথমবারের মতো বলে দাবি করেন আয়োজকরা।
তাছিন জামান

নভেম্বর ১৪, ২০২৩ at :১১:২৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়