ঝিকরগাছায় শীতকালীন সবজি বাজারে আসলেও: চড়া মূল্যে বিক্রি

আগের সংবাদ

মাগুরায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পুনরায় ভর্তির ব্যতিক্রমী আয়োজন

পরের সংবাদ

প্রধানমন্ত্রীর জনসভায় দশ হাজার নেতা-কর্মী নিয়ে এস এম ইয়াকুব আলী

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যশোর-০৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীর উদ্যােগে প্রায় দশ হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশে যোগ দেন।

সোমবার দুপুরে খুলনার সার্কিট হাউস ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকালে এস এম ইয়াকুব আলীর দেওয়া নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ১০০ পরিবহন, টেগার-সিএনজি নিয়ে মণিরামপুর থেকে খুলনার জিরো পয়েন্ট এলাকায় জড়ো হন। পরে এস এম ইয়াকুব আলী হাজার হাজার নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। এসময় তিনি নিজেই প্রধানমন্ত্রীর নামে স্লোগান দেন। তাতে দলের নেতা-কর্মীরা সেই স্লোগানের জবাব দেন।

এ বিষয়ে জানতে চাইলে এস এম ইয়াকুব আলী বলেন, আমরা জিরো পয়েন্ট এলাকা থেকে মিছিল সহকারে সার্কিট হাউজ ময়দানে প্রায় দশ হাজার নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মণিরামপুরের নেতা-কর্মীরা উজ্জীবিত। প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে ঘরে ফিরছে নেতা কর্মীরা। আগামীতেও আমরা এভাবেই মাঠে থাকবো। মণিরামপুরের মাটি শেখ হাসিনার ঘাটি, এটা কথা কিংবা স্লোগানে নয় আমরা কাজে প্রমাণ করেছি।

এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাসেম আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, ঝাপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক মন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথসহ ১৭টি ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

নভেম্বর ১৪, ২০২৩ at :১১:১২(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়