বেনাপোলে ১২ পিস স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

আগের সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ

পরের সংবাদ

শ্যামনগরে শ্রমিক লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩ , ৯:৩৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৩, ২০২৩ , ৯:৩৫ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি রুহুল আমীন ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শ্যামনগর থানায় এজেহার দায়ের হয়েছে।

গত শনিবার ১১ নভেম্বর সন্ধ্যা ৭ টার সময় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন আমিনুর রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপরে হামলার ঘটনাটি ঘটে।

এজেহার সূত্রে জানা যায়, আসাদুজ্জামান বাচ্চু ডুমুরিয়া গ্রামের সোহরাব তরফদার এর ছেলে বাবু তরফদারের নিকট (ব্যবসায়ের) টাকা পাওনা থাকায় তার সাথে দেখা হলে পাওনা টাকা নিয়ে কথা বার্তা হতে থাকাকালে আচমকা ডুমুরিয়া গ্রামের আবিয়ার রহমান (৪৮) ও আবুজার গাজী (৩৬), মোস্তাফিজুর রহমান (৪০), হাবিবুল্লাহ মালী (৩৫), আব্দুল বারী শেখ (৪২) সহ ২/৩ জন এসে এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং চাইনিজ কুড়াল দিয়ে রুহুল আমিন এর মাথার ডান পাশে কোপ মেরে মারাত্মক হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম করে। এছাড়াও গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয় এবং পকেটে থাকা টার্চ মোবাইল রাস্তার উপর আছাড় মেরে ভেঙে দেয়।

নভেম্বর১৩, ২০২৩ at :২১:৩৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়