যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলে নাশকতাকারীদের বিষদাঁত চিরতরে ধ্বংস হবে। সাধারণ মানুষের অবাধ স্বাধীনতা থাকবে। সুখ-শান্তিতে বসবাস করার ধারাবাহিকতা অব্যবহত থাকবে। সন্ত্রাসীরা কখনো মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। জাতীয় ও ব্যক্তিগত স্বার্থে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার বিকল্প নেই’। শনিবার যশোর সদর উপজেলার শাহাবাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আশরাফুল আলম ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন।
অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন দেখে সবাই নৌকায় ভোট দেবেন। দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনা আশির্বাদ। পদ্মার পাড়ের জেলাগুলো ছিল দেশের মূল কেন্দ্রের বাইরে। পদ্ম সেতু তৈরি করে শেখ হাসিনা এ অঞ্চলের জেলাগুলোকে দেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত করেছেন। সামাজিক বেষ্টনীর আওতায় তিনি বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার কাছে দেশ হলো আমানত। তিনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না। সাধারণ মানুষকে ভাল রাখায় তার প্রধান উদ্দেশ্যে। উন্নয়ন, অগ্রযাত্রা ও দেশবাসীকে নিরাপদে রাখতে নৌকায় ভোট দিতে হবে। জামায়াত-বিএনপিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।