মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগের সংবাদ

ব্যক্তিগত লাভের জন্য কিছু করিনি : ড. ইউনূস

পরের সংবাদ

যশোরে  গানের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু মেগা কনসার্ট অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১০, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ

যশোরে কবি বীর মুক্তিযোদ্ধা আমির হামজার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ টি গানের অ্যালবাম ‘জয় বাংলা জয়’ ও ‘একটি মুজিব এনে দাওতো দেখি” গানের মোড়ক উন্মোচন, বঙ্গবন্ধু মেগা কনসার্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন।

এ অনুষ্ঠানে কবি আমির হামজার স্মৃতি সংসদের পক্ষ থেকে সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা শেখ সাদী খান, সঙ্গীত পরিচালক অমিত টিটো চক্রবর্তী, খুলনা জেলার সঙ্গীত পরিচালক পলাশ চন্দ্র ঢালী, কন্ঠ শিল্পী শ্রীকৃষ্ঞ চন্দ্র কুন্ডু এবং কবি ও লেখক মনিরুজ্জামান রোহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার বিকালে ৪ টায় যশোর টাউন হল ময়দানে মাগুরা কবি আমির হামজা স্মৃতি সংসদ, খুলনা জেলা শিল্পী কল্যাণ সংস্থা এবং যশোর চাঁদের হাটের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, যশোর জেলা পরিষদ’র চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, যশোর এমএম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার এবং যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান।

মাগুরা জেলার কবি আমির হামজা স্মৃতি সংসদের সভাপতি জেসমিন নাহার অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ নিবেদন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর বিএলএফ’র সাবেক উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু এবং শিক্ষক তারা পদ দাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজের কথা পত্রিকার বার্তা সম্পাদক মিলন রহমান এবং লীনা বিশ্বাস।

উল্লেখ্য, বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন কবি আমির হামজা। এ কবির অনেক গান বাংলাদেশ ও ভারতের শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়