ঝিনাইদহে নসিমন-বাস সংঘর্ষে ২০ আহত

আগের সংবাদ

দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করুন

পরের সংবাদ

প্রায় একমাস পর যবিপ্রবি ছাত্রলীগ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১০, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ

প্রায় একমাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটির ওপর থেকে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাদ্দাম ও ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, যবিপ্রবি শাখা ছাত্রলীগের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত হবে না এই শর্তে বাংলাদেশ ছাত্রলীগ, যবিপ্রবি শাখার কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

এবিষয়ে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সকল অপশক্তির বিরুদ্ধে আমরা কাজ করব। সেই সাথে যদি কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের নির্দেশ দেয় তাহলে নির্বাচনের আগেই আমরা যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করব।

কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম ভাই ও সম্পাদক ইনান ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমান সময়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস রুখে দিতে যবিপ্রবি শাখা ছাত্রলীগ সর্বদা প্রস্তত আছে। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত’কে প্রতিহত করে নৌকাকে বিজয়ী করতে আমরা কাজ করবো।

উল্লেখ্য, ১৪ অক্টোবর যবিপ্রবিতে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের সুনাম ক্ষুন্নের অভিযোগে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল কর্যক্রম স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়