জয় বাংলা জয় ও একটি মুজিব এনে দাওতো দেখি’র মোড়ক উন্মোচনসহ বঙ্গবন্ধু মেগা কনসার্ট

আগের সংবাদ

কালীগঞ্জের সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পরের সংবাদ

যশোর শহরে চুড়িপট্টিতে যুবক খুন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩ , ১০:৩২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৯, ২০২৩ , ১০:৩২ অপরাহ্ণ

যশোর শহরের চুড়িপট্টির এক দোকানের কর্মী বড় রাজিব ওরফে সাজেদ (১৭) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত রাজিব ঝুমঝুমপুরের ফতেপুর ইউনিয়নের কাজল হোসেনের ছেলে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে।

স্থানীরা ও মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৮টায় শহরের জনবহুল এলাকা চুড়িপট্টিতে পূর্ব শত্রুতার জেরে একটি দোকানের বিক্রয়কর্মী সাজেদকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের দেখা যাচ্ছে। পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জন অজ্ঞাত সন্ত্রাসী ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হেমন্ত পোদ্দার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ইন্সেপেক্টর (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ হত্যাকারীদের চিহিৃত করতে পেরেছে। তাদেরকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়