ভারতীয় যাত্রীর ব্যাগে অভিনব কায়দায় লুকানো অবস্থায় মিললো ৭২ লাখ টাকার স্বর্ণ

আগের সংবাদ

ব্যাংক এশিয়ার এজেন্টের ভুলে যশোর সদরে আটকে গেছে তিন হাজার ভাতা

পরের সংবাদ

ঝিনাইদহে শিক্ষার্থী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহে শিক্ষার্থী গণধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে খালার বাড়িতে থেকে ওই শিক্ষার্থী শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশুনা করতো । স্কুলে যাওয়া আসার পথে ওই এলাকার বখাটে মফিজুর রহমান, রিংকু ও মিঠু প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। এতে রাজি না হওয়া ২০১১ সালের ১৮ মার্চ রাতে শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশে গণধর্ষন করে। পরে ২১ মার্চ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষার্থীর খালা মর্জিনা খাতুন বাদী হয়ে ৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ৮ আগষ্ট পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আসামী বড়কামারকুন্ডু গ্রামের কাওসার মৌলভীর ছেলে মফিজুর রহমান, মজিবর রহমানের ছেলে মিঠু হোসেন ও দরিগোবিন্দপুর গ্রামের ছব্দুল হোসেনের ছেলে রিংকু হোসেন। এদের মধ্যে রিংকু পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়