ঝিনাইদহে শিক্ষার্থী গণধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে খালার বাড়িতে থেকে ওই শিক্ষার্থী শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশুনা করতো । স্কুলে যাওয়া আসার পথে ওই এলাকার বখাটে মফিজুর রহমান, রিংকু ও মিঠু প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। এতে রাজি না হওয়া ২০১১ সালের ১৮ মার্চ রাতে শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশে গণধর্ষন করে। পরে ২১ মার্চ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষার্থীর খালা মর্জিনা খাতুন বাদী হয়ে ৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ৮ আগষ্ট পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আসামী বড়কামারকুন্ডু গ্রামের কাওসার মৌলভীর ছেলে মফিজুর রহমান, মজিবর রহমানের ছেলে মিঠু হোসেন ও দরিগোবিন্দপুর গ্রামের ছব্দুল হোসেনের ছেলে রিংকু হোসেন। এদের মধ্যে রিংকু পলাতক রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।