ঝিকরগাছায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নিহত

আগের সংবাদ

মাগুরায় ডাকাতি মামলার আসামী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক

পরের সংবাদ

মহেশপুরে অবৈধ বালু উত্তোলন করছেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ , ১০:৫৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২৩ , ১০:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের পাকরাইল গ্রামের মাঠে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ওই গ্রামের নওশের আলীর চার বিঘা পুকুরে দুইটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন ইউনিয়ন চেয়ারম্যান ইয়ানবী।

অবৈধ বালু উত্তোলন করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পাশের কৃষি জমি ও বসতভিটা। এছাড়াও লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

বুধবার সরজমিনে গিয়ে দেখা গেছে, ওই পুকুরে দুটি ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। লম্বা পাইপের সাহায্যে ওই বালু রাস্তার পাশের একটি পুকুরে স্তুপ করা হচ্ছে।

অপর একটি পাইপের সাহায্যে সেচ পাম্প থেকে পানি দেওয়া হচ্ছে বালুর গর্তে। দিনে ও রাতে লাগামহীন ভাবে ওই বালু উত্তোলনে ব্যস্ত রয়েছেন শ্রমিকরা।

পুকুর মালিক নওশের আলী জানান, ওই পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় মাছ চাষ হচ্ছে না। যেকারণে বালু তোলে একটু গভীরতা বাড়ানো হচ্ছে।

ইউপি চেয়ারম্যান ইয়ানবী বলেন, পাকরাইল গ্রামের রাস্তা পাঁকা করার কাজে বালু পাওয়া যাচ্ছে না। যে কারণে ঠিকাদারের সাথে চুক্তি করে বালু উত্তোলন করা হচ্ছে। ওই বালু দিয়ে রাস্তা পাঁকা করার কাজ করা হবে। এরপর সাবেক চেয়ারম্যানের পুকুর থেকেও বালু উত্তোলন করা হবে।

এসিল্যান্ড শরীফ শাওন বলেন, চেয়ারম্যানকে কেউ বালু তোলার অনুমতি দিতে পারে না। উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়