আবারো গুমের কবলে পড়ছে বিএনপির নেতাকর্মীরা

আগের সংবাদ

ঝিকরগাছায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নিহত

পরের সংবাদ

নড়াইল ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ

“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আইডিবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, র‌্যালী ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে নড়াইল ডিপ্লোামা প্রকৌশলী এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, আইডিইবির নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ জাহাঙ্গীর কবীর, সাধারন সম্পাদক মোহাম্মাদ বি এম রমিচউর রহমান প্রমুখ। র‌্যালীতে শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষক ও শিক্ষাথীরাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়