সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের প্রভাবশালীদের দখলে থাকা প্রতিবন্ধীর ১৩ শতক খাস জমি ৪৫ বছর পর উদ্ধার করে প্রতিবন্ধী পরিবারকে ফেরত দিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান উপস্থিত থেকে দখল করা ভিটা বাড়ি ১ দাগে মোট ১ একর ৫৮ শতক জায়গা থেকে সঠিক দলিল অনুযায়ী লাল ফ্লাক দিয়ে ৬৬ শতক জমি মোরশেদ গাজীকে নিশান দিয়ে সীমানা নির্ধারণ করেছেন।
সীমানা নির্ধারণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান উপজেলা সার্ভেয়ার সজল হোসেন। দুই পক্ষের সার্ভিয়ার আলামীন ইসলাম, রমজান, মিজানুর রহমান (বাবু), সৈয়দ মমিনুর রহমান আজিবর উকিল সহ সাংবাদিকবৃন্দ।
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী মৌজার ১ নং খাস খতিয়ানের মধ্যে ৭৬০ দাগে ১ একর ৫৮ শতক ভূমির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে মোরশেদ গাজীকে ৭৬০ দাগের মধ্যে হইতে ৬৬ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
গত ০৬/১১/২০২৩ কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের বাসিন্দা মোরশেদ গাজীর বড় পুত্র আলিম গাজী বাদি হয়ে উপজেলা কমিশনার ভূমি বরাবর মোরশেদ গাজীর জায়গা দখল করে রাখায় আমানত গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে গত সোমবার সীমানা নির্ধারণে লাল নিশান টাঙিয়ে দেয় উপজেলা কমিশনার ভূমি।
শ্যামনগর, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, সীমানা নির্ধারণ করার পর দেখা গেছে কয়েকটি ছোট বড় গাছ রয়েছে আলিম গাজীর জায়গার ভিতরে বর্ষার ধান উঠে যাওয়ার পরে নিজে দায়িত্বে আমানত গাজী গাছগুলো কর্তন করে নেবে। তা না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।