জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন। শেখ হাসিনা হাসলে এই দেশ হাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের উন্নয়নের জন্য বেঁচে থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিএনপির একদফা দাবিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বিএনপির এসকল ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
সোমবার দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা হাসেম আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
এসময় অরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য সামির ইসলাম পিয়াস, আওয়ামী লীগ আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, ঝাপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির ডাকা ফের ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের পুরাতন দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরে প্রদক্ষিন করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।