না ফেরার দেশে পাড়ি জমালেন যশোর পুলিশ সুপারের সহধর্মিণী ও এনএসআই’র অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার ।রোববার দিবাগত রাত ১.১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিপ্লবী রাণী জোয়ারদার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।
সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা-কর্মচারী ও পরিবার-পরিজন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন সকলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।