রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

আর বাংলাদেশে হালচাল

পরের সংবাদ

ব্যালট বিপ্লবে নৌকা বিজয়ের মাধ্যমে বিএনপি-জামায়াতকে চিরতরে বয়কট করার আহবান এমপি নাবিলের

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৫, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘নাশকতাকারী বিএনপি- জামায়াত খুনি চক্রকে কেউ ভোট দেবেন না। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা মানুষ হত্যা, খুন ও গুম করার মত নীলনকশা আঁটতে পারে তাদের কখনো দেশের প্রতি ভালবাসা থাকতে পারে না। রেললাইনের সংযোগ বিচ্ছন্ন, বাসে আগুন, হরতাল-অবরোধের নামে হিংস্র কর্মকান্ডের মাধ্যমে দেশবাসীকে জিম্মি করে তারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতাই তাদের মূল উদ্দেশ্যে। দেশ ও দেশের মানুষকে নিয়ে তারা কখনো ভাবেন না। সাধারণ মানুষের প্রতি তাদের কোন ভালবাসাও নেই। অতীতে ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশবাসীকে তারা কিছু দিতে পারেনি। হাওয়া ভবন খুলে সাধারণ মানুষকে অত্যাচার করেছে। সার ও বিদ্যুতের নামে নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। খুনিদের কাছে দেশবাসীর কোন প্রত্যাশা নেই। দেশবাসী আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবে নৌকা বিজয়ের মাধ্যমে বিএনপি-জামায়াতকে চিরতরে বয়কট করবে। উন্নয়নের ধারা চলমান রাখতে, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

রবিবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল হোসেন সড়ক, ঝুমঝুমপুর-সুলতান, হামিদপুর-রাজারহাট সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সমাজসেবা সম্পাদক সুখেন মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও জেলা ও ওলামালীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, স্বাস্থ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়