মণিরামপুরে অবরোধের বিরুদ্ধে এস এম ইয়াকুব আলীর মোটরসাইকেল শোডাউন

আগের সংবাদ

রাজনৈতিক সংঘাতের প্রভাব অর্থনীতিতেও সংকট তীব্র হচ্ছে

পরের সংবাদ

বিএনপির ডাকা অবরোধের প্রভাব নেই বেনাপোল বন্দরে

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১০:২৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১০:২৩ অপরাহ্ণ

বিএনপি ডাকা ৭২ ঘন্টার অবরোধের কোন প্রভাব পড়েনি বেনাপোল বন্দরে। সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। বন্দরের অভ্যন্তরের কার্যক্রম রয়েছে স্বাভাবিক। অবরোধ ডেকেও কার্যত মাঠে নেই বিএনপির কোন নেতাকর্মীই। বলা চলে প্রতিদিনের ন্যায় সকল কার্যক্রমই স্বাভাবিক। বেনাপোল বন্দরে পণ্য উঠা-নামাসহ আমদানি-রপ্তানী স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছে ভারত-বাংলাদেশ।

ছেড়ে যাচ্ছে বেনাপোল থেকে দুরপাল্লার যানবাহন। সেই সাথে লোকাল বাস কোথাও কোন বাধা বিপত্তি ছাড়াই গন্তব্যে যাতায়াত করছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও সঠিক সময়ে হাজির হচ্ছেন বিদ্যালয়ে।

অবরোধকে প্রতিহত করতে সকাল থেকে মাঠে রয়েছে শার্শা ও বেনাপোল আ.লীগের নেতৃবৃন্দরা। দেওয়া হচ্ছে মোটরসাইকেল শোডাউন।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, হরতাল ডাকলেও বিএনপি-জামায়াত মাঠে নেই। মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সংঘাত এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।

অক্টোবর ৩১, ২০২৩ at :২২:২৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়