ঘরে বসে মোমো তৈরি করে দৈনিক ৩ হাজার টাকা আয় শিমুর

আগের সংবাদ

ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পরের সংবাদ

গাজায় যুদ্ধবিরতি হবে না: নেতানিয়াহু

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১:৫৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১:৫৩ অপরাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি হবে না জানিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাইবেল বলে, শান্তির একটি সময় আছে এবং যুদ্ধেরও সময় আছে। এটা যুদ্ধের সময়।

সোমবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের অঙ্গীকার করেছেন। তাই গাজায় যুদ্ধবিরতি হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন পার্ল হারবার কিংবা ৯/১১ এর সন্ত্রাসী হামলার মতো ঘটনার ক্ষেত্রে যুদ্ধবিরতি করতে রাজি হবে না, ঠিক তেমনই ইসরাইলও ৭ অক্টোবরের হামলার ঘটনার পর হামাসের সঙ্গে শত্রুতা বন্ধ করবে না।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির ডাক দেওয়া মানেই ইসরাইলকে হামাসের কাছে, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার ডাক দেওয়া।

তিনি বলেন, আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ। আজ, আমরা সভ্যতার শক্তি এবং বর্বরতার শক্তির মধ্যে একটি রেখা আঁকছি।

বিশ্বেরও এই বর্বরদের বিরুদ্ধে লড়ার ইচ্ছা হতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

অক্টোবর ৩১, ২০২৩ at :১৩:৩৯(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়