ঢাকায় বিএনপি জামায়াতের সমাবেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা কোনভাবেই কাম্য নয়। এসময় সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।
যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।