খুলনা-মোংলা রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু

আগের সংবাদ

বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার, ওসিসহ আহত ৫০

পরের সংবাদ

প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক বুধবার

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১:৩০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১:৩০ অপরাহ্ণ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার (১ নভেম্বর)। এদিন বিকেলে সুপ্রিম কোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে বৈঠকে আলোচনা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে রবিবার (২৯ অক্টোবর) দুটি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

ইসি জানায়, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।

আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের সময় গণনা। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছে, নভেম্বরের শুরুতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুর মধ্যে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

অক্টোবর ৩১, ২০২৩ at :১৩:৩০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়